লক্ষ্মীপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সাবেক এক পুলিশ সদস্যের স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মধ্য কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তার নাম মাহফুজা খাতুন। তিনি সাবেক পুলিশ সদস্য মৃত বাহার উল্যার স্ত্রী।
এলাকাবাসী জানায়, সকালে সুপারি বাগানে ওই নারীর বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, স্থানীয় একটি সুপারির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।