পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে পিকআপের ধাকায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই যুবকের নাম আল আমিন রকি (২৮)। তিনি উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের পাটোয়ারী বাড়ীর মৃত আবু ইউছুফ মিস্ত্রির ছেলে। তিনি  স্থানীয় যুবলীগের একজন কর্মী ছিলেন।

নিহতের বড় ভাই জামাল হোসেন ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯ টায় রকি মোটরসাইকেলযোগে রামগঞ্জ যাচ্ছিলেন। তাকে বহনকারী যানটি রামগঞ্জ – সোনাইমুড়ী সড়কের আলিপুর টেক এলাকায় পৌঁছলে একটি মালবাহী পিকআপের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রকি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই রকিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশ মালবাহী পিকআপ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *