যৌতুকের দাবিতে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন
লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিতে কাজল বেগম (৩৫) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী শরীফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় শরীফ হোসেনের বাবা-মা, ভাই-বোন পলাতক রয়েছেন।
মঙ্গলবার দুপুরে নির্যাতিত নারীর ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। গ্রেপ্তার শরীফ হোসেন উপজেলার সোনা মিয়া বেপারী বাড়ির রফিক উল্যার ছেলে।
এদিকে গুরুতর আহত অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন কাজল বেগম। কাজল বেগম ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
কাজল বেগম জানান, প্রায় ১৮ বছর আগে শরীফ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য তাকে প্রায়ই মারধর করতেন। সম্প্রতি উপজেলার মধুপুর গ্রামে জমি কিনতে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন শরীফ। তিনি টাকা আনতে অপারগতা জানালে সোমবার রাতে ঘরের দরজায় তালা মেরে শ্বশুর রফিক উল্যা, দেবর আরিফ, শাশুড়ি মান সুরা বেগম ও ননদ শেফালী বেগম তাকে প্রচণ্ড মারধর শুরু করেন। এক পর্যায়ে টেনে হেঁচড়ে ঘরের বাইরে এনে তাকে একটি গাছে বেঁধে পেটাতে থাকেন তারা। একসময় তিনি অচেতন হয়ে পড়লে মরে গেছে ভেবে সবাই সরে পড়েন। পরে জ্ঞান ফিরলে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রতিবেশী জুয়েল জানান, এর আগেও একাধিকবার কাজল বেগমকে তালাক দেয়ার হুমকি দিয়ে শারিরীকভাবে নির্যাতন করা হয়। এ নিয়ে একাধিক সালিস দরবার হয়েছে। তিনি আরও জানান, রাত তিনটার দিকে ওই নারীকে উদ্ধার করে তার বাবার বাড়িতে খবর দেওয়া হয় এবং রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবদুল জলিল জানান, মামলার পর স্বামী শরীফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।