ইতালিতেও খুব দ্রুত ছড়াচ্ছে করোনা
চীনের বাইরেও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ।
ইউরোপের দেশ ইতালিতে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে; মাত্র ২৪ ঘণ্টায় দ্রুত বেড়ে হওয়া এই সংখ্যা ভাবাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও)।
বিবিসি বলছে, ইউরোপে করোনার সংক্রমণের ২৫ শতাংশই ইতালিতে। এশিয়ার দেশ চীনের বাইরে এই মহাদেশের আরও কয়েকটি দেশেও ছড়িয়েছে করোনা; যা বাড়ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত করোনার সংক্রমিত হয়েছেন ৮০ জন। এই ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমাহল, শপিংমল ও বিভিন্ন জনসমাগমের স্থানগুলো বন্ধ রাখতে বলা হয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরারেস প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে প্রায় ৪০টি দেশে। বিশ্বে করোনায় আক্রন্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে; মৃত্যু হয়েছে ২৭শ’র বেশি মানুষের।