করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল, আক্রান্ত সাড়ে ৮ লাখ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ডিসেম্বরের শেষে চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়ার পর গত তিন মাসে বিশ্বের ৪২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে আট লাখের বেশি মানুষ। 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটি ১৮০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ হাজার ১৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৭৮৫ জন। 

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১২ হাজার ৪২৮ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে ইতালির প্রতিবেশি স্পেনে। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত ৮ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে।

এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে ফ্রান্সে ৩ হাজার ৫২৩ জন। চতুর্থ সর্বোচ্চ চীনে ৩ হাজার ১৮৭ জন এবং পঞ্চম সর্বোচ্চ মারা গেছে ইরানে ২ হাজার ৮৯৮ জন। 

দক্ষিণ এশিয়ায় পাকিস্তানে মৃত্যু হয়েছে ২৬ জনের এবং ভারতে ৩৫ জন মারা গেছেন। মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫১ এবং মারা গেছেন ৫ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *