সৌদি আরব প্রবেশে সব পথ খুলল
করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সৌদি আরব প্রবেশে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। রোববার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) জানিয়েছে, রোববার বেলা ১১টা থেকে আকাশ, স্থল ও সমুদ্রপথে আবার সৌদি আরব প্রবেশ করা শুরু হবে। খবর আরব নিউজের
তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যে কয়টি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়েছে, সেসব দেশের লোকেদের ভ্রমণের জন্য কিছু বিধি-নিষেধ রেখে এ নিষেধাজ্ঞা তোলা হয়েছে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, বিধি-নিষেধ অনুযায়ী, করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলোর মানুষের সৌদি আরব ভ্রমণ করতে হলে আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া সৌদি নাগরিক যারা ওইসব দেশ থেকে আসবেন, তাদের মানবিক ও প্রয়োজনীয় দিক বিবেচনা করে ঢুকতে দেওয়া হবে। তবে তাদের বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনাভাইরাসের নতুন ধরন প্রথম ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যে। এরপর ফ্রান্স, সুইডেন, স্পেনসহ ইউরোপীয় অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ে ধরনটি। এরপর আবার দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা এবং জাপানেও ধরা পড়ে ভাইরাসের এ ধরন।
এ পরিস্থিতিতে গত ২০ ডিসেম্বর সৌদি আরবে আকাশ, সড়ক ও নৌপথে বাইরের দেশ থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।