কাউন্সিলর মিজান কারাগারে
কা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার সাত দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন।
অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া তার চিকিৎসা চেয়ে আবেদন করলে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দেন।
১২ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় মিজানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে র্যাব-২। এরপর আদালত সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে পাঠান।