সালমান পছন্দ করেন আফগানিস্তানের এই সুন্দরীকে
দাবাং থ্রিতে মালাইকার জায়গা দখল করে নিয়েছেন ওয়ারিনা হুসেন। মুন্না বদনাম হুয়া গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাকে।
দাবাং থ্রির সেট থেকেই ভক্তদের জন্য বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। খবর জিনিউজের
আয়ুশ শর্মার সঙ্গে লাভয়াত্রিতে স্ক্রিন শেয়ার করেন ওয়ারিনা হুসেন। লাভরাত্রি বক্স অফিসে সেভাবে ভালো ব্যবসা করতে না পারলেও, তার সৌন্দর্যে মুগ্ধ হয় দর্শক।
ওয়ারিনা হুসেনকেই আইটেম নম্বরের জন্য দাবাং থ্রিতে কাস্ট করেন সালমান খান।
সম্প্রতি মুক্তি পায় দাবাং থ্রির ট্রেলার। যেখানে সালমান খান, সোনাক্ষী সিনহার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সাই মঞ্জরেকর। সালমানের দাবাং দিয়ে যেমন বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা, তেমনি দাবাং থ্রি দিয়ে বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই। সেই সঙ্গে এই সিনেমার আইটেম নম্বরে দেখা যাবে আফগানি সুন্দরী ওয়ারিনা হুসেনকে।