নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ ঘিরে এরইমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেছেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির এই সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ২৩ নভেম্বর শনিবার ঢাকাসহ সারাদেশে সমাবেশের কর্মসূচি দিয়েছিল বিএনপি। তবে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি।
রোববার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার দুপুরে সমাবেশ করার অনুমতি দিয়েছে।