খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুটি মামলার আবেদন করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার দপুরে ঢাকার আদালতে এই আবেদন করেন তিনি। মামলার আবেদনের বিষয়ে এখনও আদেশ হয়নি।

এর আগে সোয়া ১১টার দিকে খোকনের বিরুদ্ধে মামলার ইঙ্গিত দেন মেয়র তাপস

সাঈদ খোকনের বক্তব্যের প্রসঙ্গে মেয়র তাপস বলেন, ১০ জানুয়ারি ছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তার আগের দিন ঘটা করে একটি সভা ডেকে আমার বিরুদ্ধে বিষোদাগার করা হয়েছে। এটা আমার মনে হয় তার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ।

মেয়র বলেন, অবশ্যই তিনি মানহানিকর বক্তব্য দিয়েছেন। আমি তার বক্তব্য শুনে অবাক হয়েছি। তিনি নিজে চুনোপুঁটি দুর্নীতিবাজ হিসেবে স্বীকার করেছেন। আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে। আমি এ ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। মানহানির বিরুদ্ধে ব্যবস্থা নিলে আইনি ব্যবস্থাই নিতে হবে।

এর আগে শনিবার এক মানববন্ধনে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নানা অভিযোগ তোলেন মেয়র তাপসের বিরুদ্ধে। পরে রোববার সাঈদ খোকনের এসব অভিযোগের বিষয়ে কথা বলেন তাপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *