কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেল বিএনপি প্রার্থী
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার দুইবারের মেয়র নাজিম উদ্দিন সামসুকে বাদ দিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এনিয়ে চুনারুঘাটে নানা আলোচনা-সমালোচনা ঝড় বইছে।
চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫২ প্রার্থী চূড়ান্ত করে শুক্রবার (১৫ জানুয়ারি) নাম ঘোষণা করেছে বিএনপি। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই চুনারুঘাট পৌরসভার মেয়র প্রার্থীকে বাদ দিয়ে নতুন প্রার্থী দিয়েছে দলটি।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসেনর মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ঘোষিত মেয়র প্রার্থী নাজিম উদ্দিন সামসুর নাম পরিবর্তন করা হয়েছে। সেখানে আবদুল মান্নান রুমনকে মনোনয়ন দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বর্তমান মেয়র (বিএনপি) নাজিম উদ্দিন সামসুকে দলীয় প্রার্থী করা হয়েছে। কিন্তু কয়েক ঘণ্টা পরই তাকে বাদ দিয়ে উপজেলার সাবেক ছাত্রনেতা আবদুল মান্নান রুমনকে মনোনয়ন দিল বিএনপি।
উল্লেখ্য, নাজিম উদ্দিন সামসু গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেলকে ১৪ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন।