বাজেটে গরিবদের কথাই ভুলে গেছেন অর্থমন্ত্রী: নজরুল ইসলাম

বাজেটের পরিমাণ বাড়লেই প্রশংসা করা যায় না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘এই যে বাজেট দিল, কেমনে তার প্রশংসা করি? অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থমন্ত্রী তাঁর গাড়িতে যাত্রী ওঠাতে ভুলে গেছেন। অর্থাৎ বাজেট নামক গাড়িতে গরিব মানুষ ওঠাতে ভুলে গেছেন। বাজেটে যাদের জন্য ব্যবস্থা করা দরকার ছিল, সেই গরিব মানুষের কথাই ভুলে গেছেন অর্থমন্ত্রী।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
করোনার কারণে যাঁরা বেকার হয়েছেন, কর্মহীন হয়েছেন, বাজেটে তাঁদের কিছু দেওয়া হয়নি বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘দাবি করা হয় ডিজিটাল বাংলাদেশ। জাপান, সিঙ্গাপুর, কোরিয়া—এসব দেশ ডিজিটাল দেশ বলে দাবি করে না। এখানে ডিজিটালের কথা বলে প্রচুর টাকা কোথায় খরচ হয়ে যাচ্ছে, তা আল্লাহ তাআলা জানে।’
দেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে বিচ্ছিন্ন করার ক্ষমতা কারও নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশ স্বাধীনে শেখ মুজিবের কৃতিত্ব সবচেয়ে বেশি। সত্য অস্বীকার করার কিছু নেই। তবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া। একজন মানুষ দায়িত্ব তখনই নেয়, যখন অবস্থার সংকট থাকে। জিয়াউর রহমানের দায়িত্ব নিতে হয়েছে তখনই, যখন অবস্থার সংকট দেখা দিয়েছে। ১৯৭১ সালে যখন তিনি স্বাধীনতার ঘোষণা করেন, তখন দেশে কোনো সরকার ছিল না।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব হাজী মজিবুর রহমান প্রমুখ।
