হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সংগীত প্রযোজক ফিল স্পেক্টর মারা গেছেন
৮১ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংগীত প্রযোজক ফিল স্পেক্টর। মৃত্যুর আগ পর্যন্ত হত্যার দায়ে কারাবন্দী ছিলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বর্ণিল ক্যারিয়ারে তিনি বিটলস, রাইটয়াস ব্রাদার্স, ইকি এবং টিনা টার্নারের সঙ্গে কাজ করেছেন। উদ্ভাবন করেছেন ওয়াল অব সাউন্ড নামে নতুন ধরনের গান রেকর্ডিং সিস্টেম।
২০০৯ সালে হলিউড অভিনেত্রী লানা ক্লারসনকে হত্যার দায়ে অভিযুক্ত হন ফিল। ২০০৩ সালে লানাকে হত্যা করেন তিনি।
ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ ফিলের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, স্থানীয় সময় ৬টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ফিল স্পেক্টর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মেডিক্যাল পরীক্ষক বিভিন্ন পরীক্ষা করার পর জানা যাবে তার মৃত্যুর কারণ।