চট্টগ্রাম সিটি নির্বাচনে মাঠে ৮ হাজার পুলিশ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আট হাজার সদস্য মাঠে থাকছেন। আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তর এক খুদে বার্তায় এই তথ্য জানায়।

আগামীকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট চলবে।

চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে ৭৩৫ কেন্দ্রে। এর মধ্যে ৪২৯ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের ৫৮ শতাংশ।বিজ্ঞাপন

ভোট উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় নিরাপত্তা জোরদার করছে পুলিশ। চট্টগ্রাম নগর, ২৬ জানুয়ারি
ভোট উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় নিরাপত্তা জোরদার করছে পুলিশ। চট্টগ্রাম নগর, ২৬ জানুয়ারি

মূলত আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচারের ফাঁকে এলাকায় ফিরেছে চিহ্নিত সন্ত্রাসীরাও। তাই ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের পাশাপাশি শঙ্কায় আছেন বেশির ভাগ প্রার্থীও।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন। কাউন্সিলর প্রার্থী ২২৫ জন। এবার ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শুরু হয় ৮ জানুয়ারি। শেষ হয় ২৫ জানুয়ারি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে গত রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেন।

নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেছেন, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *