ইসরাইল-ফিলিস্তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আশ্বাস বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে পারস্পরিক সম্মতিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানে সমর্থন করা, যেখানে শান্তিপূর্ণ নিরাপদ ইসরাইলের পাশাপাশি একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে।

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস নিরাপত্তা পরিষদকে এমন কথা বলেছেন। দোহাভিত্তিক আল-জাজিরার খবরে এই তথ্য জানা গেছে।

হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি বলেন, প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি হচ্ছে, সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান।

‘ফিলিস্তিনিদের সহায়তা আবার চালু করার ইচ্ছার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধ করে দেয়া ফিলিস্তিনিদের কূটনৈতিক মিশন খুলে দিতে আবার পদক্ষেপ নেয়া হবে।’

তিনি বলেন, এছাড়া অন্যান্য দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের আহ্বানও অব্যাহত রাখবে বাইডেন প্রশাসন।

মিলস বলেন, এসব কার্যক্রমে গতিশীলতা আনতে ইসরাইলিদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি মার্কিন অঙ্গীকার এগিয়ে নিয়ে যাওয়া হবে। ফিলিস্তিনি নেতৃত্ব ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে মার্কিন সম্পর্ক নতুন করে শুরু করা হবে।

‘প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে দিয়েছেন, মার্কিন সহায়তা কর্মসূচি নতুন করে চালু করতে তার ইচ্ছা আছে। এতে ফিলিস্তিনিদের প্রতি অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি ও মানবিক সহায়তাও থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *