সাবমেরিন থেকে মিসাইল উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া
সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে আবারও আলোচনা হতে পারে বলে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল উৎক্ষেপণ করলো দেশটি।
বুধবার উত্তর কোরিয়ার সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।
মিসাইলটি একটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরে এ নিয়ে ১১তম বার মিসাইল উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মিসাইলটি ওনসান বন্দরের কাছাকাছি কোনো এক জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়। তারপর ভূমি থেকে ৯১০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৪৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মিসাইলটি জাপান সাগরে পতিত হয়েছে।
উত্তর কোরিয়া এখন থেকে তার সীমানার বাইরের বহু দূর থেকেও এই ধরনের মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম।
দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রতিবেশী দেশগুলোর সুরক্ষার ওপর কোনো প্রভাব পড়েনি।