জিয়াকে নিয়ে কে কী বলল, কিছু যায় আসে না: গয়েশ্বর

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে কী বলল বা বলবে, তাতে কিছু যায় আসে না। জিয়াউর রহমান তাঁর জায়গায় আছেন, থাকবেন, যত দিন দেশ থাকবে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে?’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো ভাষণে আসেনি, স্বাধীনতা এসেছে যুদ্ধে। এই যুদ্ধের আহ্বান করেছেন জিয়াউর রহমান। আজ তাঁরই খেতাব কেড়ে নেওয়া হচ্ছে।

বিএনপির এই নেতা ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা বিভিন্ন সময় আমাদের সংবেদনশীল জায়গায় আঘাত করবে। এতে আমাদের ব্যস্ত হওয়া যাবে না। আমরা ব্যস্ত হলে, তারা আরামে দিন কাটাবে। গত ১২-১৩ বছরে এই জিনিস দেখা গিয়েছে। তারা বিভিন্ন স্পর্শকাতর বিষয় আমাদের সামনে নিয়ে এসেছে। আর আমরা তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি।

‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে?’ শীর্ষক এক আলোচনা সভা
‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে?’ শীর্ষক এক আলোচনা সভা

গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ‘আমরা রাজপথে নামি আর না নামি, সরকার থাকবে না। কিন্তু আমরা জনগণের আবহাওয়াটা পাব কি না, সে কথাটা ভেবেই আমাদের আগামী দিনে পথ চলতে হবে।’

সভাটি আয়োজন করে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ’ কেন্দ্রীয় কমিটি। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, দেশে এখন নির্বাচন নির্বাসনে চলে গেছে। বাংলাদেশের গণতন্ত্র কোন পথে যাবে, তা আমাদেরই ঠিক করতে হবে। তরুণদের সেগুলো সামনে নিয়ে আসতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন জেলার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *