বিএনপির সরকার পতনের ঘোষণার এক যুগ পূর্তি হয়ে গেছে: কাদের

বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের সরকারের পতন ঘটানোর ঘোষণার এক যুগ পূর্তি হয়ে গেছে। জনগণ এখনো রাজপথে কোনো আন্দোলন দেখতে পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকার নির্বাচিত নয়; জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন হবে—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির হুমকি-ধমকি আমরা বছরের পর বছর শুনেছি। ক্ষমতায় থাকাকালে বিএনপি সরকার পরিচালনায় একাধিক বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিল। এখনো তাদের আন্দোলনের ডাক আসে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষমতাকেন্দ্র থেকে।বিজ্ঞাপনhttps://0926cb32c30f3506fe6baf9cc6c4b661.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html

গত মঙ্গলবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে এক নেতা দেশে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ইঙ্গিতপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এর মাধ্যমে বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিবাদ করলেও বিএনপির পক্ষ থেকে এর কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি, তাহলে কি ধরে নেব, এটি বিএনপির দলীয় বক্তব্য?’ বিএনপি তাদের বক্তব্য স্পষ্ট করবে বলে আশা করেন তিনি।

বিএনপি এখনো ষড়যন্ত্রের রাজনীতি করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের জাল দেশ-বিদেশে বিস্তৃত। তাদের বক্তব্য লন্ডনের ছক অনুযায়ী গোপন পরিকল্পনা বাস্তবায়নের অংশ কি না, তা–ও খতিয়ে দেখা হবে।

বিএনপি নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইনটির যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটছে কি না, সে বিষয়ে সরকার কড়া নজর রাখছে। প্রযুক্তির এ যুগে জনস্বার্থেই এ আইন করা হয়েছে, আইনের অপপ্রয়োগ যাতে না হয়, সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *