জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক: ওবায়দুল কাদের
জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারীদের মধ্যে একজন। স্বাধীনতার ঘোষণা করা আর ঘোষণা পাঠ করা এক কথা নয়। পাঠক কখনও ঘোষক হতে পারেন না। জিয়া দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক।’
বুধবার (১০ মার্চ) অনলাইন ব্রিফিংকালে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে ৭ মার্চের আওয়ামী লীগের আলোচনা সভায় মিথ্যাচার করেছেন’ বক্তব্যেরও জবাব দেন তিনি।
মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মিথ্যাচার করেননি বরং জাতির সামনে ইতিহাসের প্রমাণিত সত্য তুলে ধরেছেন। বিএনপি কখনও সত্য শুনতে চায় না। তাই ঐতিহাসিক সত্য প্রকাশ করায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।’
জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ শুরু হতো না, বিএনপি মহাসচিবের এমন দাবি স্বাধীনতার ইতিহাস বিকৃতির সামিল বলে মন্তব্য করেন কাদের। তিনি অভিযোগ করেন, বিএনপি জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাণান্ত অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।