ইউরোতে কোন তরুণ হবেন ‘হিরো’
দুয়ারে কড়া নাড়ছে ইউরো। শুক্রবার বসবে ইউরোপের মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। এবারের ইউরোতে প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি আলো ছড়াতে পারেন নতুন প্রজন্মের পাঁচ তরুণ তুর্কি। দেখে নেওয়া যাক তাদের –
পেদ্রি (স্পেন) : ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে উঠে আসা অনেক তারকাই স্পেনের জার্সিতে আলো ছড়িয়েছেন। ডেভিড সিলভা, পেদ্রো রদ্রিগেজদের যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে এবার পেদ্রিকে। গত বছর লাস পালমাস থেকে বার্সেলোনায় যোগ দিয়ে অল্প সময়ে শুরুর একাদশে জায়গা পাকা করে ফেলেন ১৮ বছর বয়সি এই মিডফিল্ডার। স্পেন দলে অভিষেক গত মার্চে। পেদ্রির মাঝে অনেকেই খুঁজে পান ইনিয়েস্তার ছায়া।
জামাল মুসিয়ালা (জার্মানি) : এবারের ইউরোতে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারতেন বায়ার্ন মিউনিখের টিনএজ মিডফিল্ডার জামাল মুসিয়ালা। জার্মানির স্টুটগার্টে জন্ম হলেও তার বেড়ে ওঠা বাবার দেশ ইংল্যান্ডে। বয়সভিত্তিক ফুটবলে দুই দেশের হয়েই খেলেছেন ১৮ বছর বয়সি জামাল। ২০১৯ সালে চেলসির একাডেমি থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর তাকে নিয়ে শুরু হয় দুই দেশের টানাটানি। অবশেষে গত ফেব্রুয়ারিতে হৃদয়ের ডাকে সাড়া দিয়ে জার্মানির প্রতিনিধিত্ব করার ঘোষণা দেন জামাল।
ফিল ফোডেন (ইংল্যান্ড) : ২০১৭ সালে ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্টসেরা হয়েছিলেন ফিল ফোডেন। এবার জাতীয় দলের হয়ে প্রথম কোনো বড় টুর্নামেন্টে খেলবেন ২১ বছর বয়সি এই উঠতি তারকা। গত মৌসুমে ম্যানসিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা রেখে লিগের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফোডেন। ইংল্যান্ড জাতীয় দলে তার অভিষেক হয়েছে গত বছর সেপ্টেম্বরে।
ম্যাথিয়াস ডি লিট (নেদারল্যান্ডস) : ২১ বছর বয়সেই নেদারল্যান্ডস জাতীয় দলের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছেন ডি লিট। ভার্জিল ফন ডিকের অনুপস্থিতিতে ডাচ রক্ষণের সেনাপতি ভাবা হচ্ছে তাকে। মাত্র ১৯ বছর বয়সে আয়াক্সকে নেতৃত্ব দেওয়া ডি লিট চ্যাম্পিয়ন্স লিগ মাতিয়ে ২০১৯ সালে যোগ দেন জুভেন্টাসে। একজন তরুণ ডিফেন্ডারের পেছনে জুভেন্টাসের রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরো বিনিয়োগই বলে দেয় কতটা সম্ভাবনাময় ডি লিট।
জোয়াও ফেলিক্স (পর্তুগাল) : ইতিহাসের সবচেয়ে দামি পাঁচ ফুটবলারের একজন জোয়াও ফেলিক্স।
২০১৯ সালে বেনফিকা থেকে তাকে দলে টানতে ১২৬ মিলিয়ন ইউরো গুনতে হয়েছিল আতলেতিকো মাদ্রিদকে। এবার আতলেতিকোকে লা লিগা জিতিয়ে তার প্রতিদান দিয়েছেন ২১ বছর বয়সি পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগাল জাতীয় দলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফেলিক্সের যুগলবন্দি জমে উঠেছে।