খেলাধুলা

ওমানের বিরুদ্ধে খেলতে পারছেন না জামাল ভূঁইয়াসহ ৩ জন

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
ওমানের বিরুদ্ধে খেলতে পারছেনা জামাল ভূঁইয়াসহ ৩ জন

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের।  কাতারের দোহায় ১৫ জুন অনুষ্ঠেয় এই ম্যাচে অধিনায়কসহ তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ। 

এরা হলেন- জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ।  তারা নিষিদ্ধ হননি।  আগের ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে ওমান ম্যাচে খেলতে পারছেন না দেশের ফুটবলের এই তিন কীর্তিমান।  জাতীয় দলের কোচ জেমি ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন খেলোয়াড়কে ছাড়া ওমানকে মোকাবিলা করা বাংলাদেশের জন্য কঠিনই হবে।  এমন পরিস্থিতিতে বেশ বিপদেই রয়েছেন জেমি ডে।   এই তিনজন ছাড়াও মিডফিল্ডার মাশুক মিয়া জনি চোট পেয়েছেন।  তাই তিন গোলকিপার ছাড়া ডের হাতে এখন আছেন ১৭জন খেলোয়াড়!

একাদশ নিয়ে চিন্তিত ডে বলেন, আমার হাতে গোলকিপার ছাড়া ১৭ জন খেলোয়াড় আছে।  অধিনায়ক জামাল ছাড়াও আরও দুজন সাসপেনশনের কারণে ওমান ম্যাচে খেলতে পারবে না।  ফিফা থেকে চিঠি এসেছে।  এখন যারা আছে তাদের নিয়েই মাঠে নামতে হবে।  এছাড়া কিছু করার নেই। 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *