রোমাকে ফাইনালে তুলে আবেগ ধরে রাখতে পারেননি জোসে মরিনিও
গত বছর টটেনহ্যামকে কারাবাও কাপের ফাইনালে তুলেছিলেন মরিনিও। কিন্তু প্রিমিয়ার লিগ অন্য প্রতিযোগিতাগুলোতে নড়বড়ে ফর্মের কারণে কারাবাও কাপ ফাইনালের কয়েকদিন আগে মরিনিওকে বরখাস্ত করে ইংলিশ ক্লাবটি। তাই ফাইনাল ম্যাচে আর ডাগআউটে থাকা হয়নি তার। সেই ক্ষতে এখনো প্রলেপ দিতে পারেননি মরিনিও। তাই তো ইউরোপা কনফারেন্স লিগ সেমিফানালের দ্বিতীয় লেগের আগে সেই কথা মনে করিয়ে দিয়ে বলেছিলেন।
রাতে লেস্টার সিটিকে ইউরোপা কনফারেন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে মরিনিওর দল এএস রোমা। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। সিরি আ-তেও তার অধীনে রোমার পারফরম্যান্স মন্দ নয়, তাই এবার ফাইনালে ডাগআউটে থাকার সুযোগটা নিশ্চিতভাবেই পাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ম্যানেজার মরিনিও। – গোল ডটকম