মাথাপিছু ঋণ ৮৫ হাজার টাকা: মির্জা ফখরুলের টুইট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে।
বাংলাদেশের মাথাপিছু ঋণ বিষয়ে বৃহস্পতিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে এ কথা বলেন তিনি।
বাংলা ও ইংরেজি দুই ভাষায় টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার দেশকে স্বনির্ভর করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সরকার দেশকে সর্বদা স্বনির্ভর করেছে। কিন্তু আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে। অবিরাম দুর্নীতি ও দুঃশাসন অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষকে করছে গরিব। আসুন দেশকে বাচাই।