জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য প্রত্যাহারের দাবি যুবদলের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকার করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সংগঠন দুটির নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তারেক রহমান সম্পর্কে কথা বলার সময় তিনি সতর্ক ও যত্নবান হবেন।
মঙ্গলবার পৃথক বিবৃতিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এ দাবি জানান।
যুবদলের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন বলেন, তারেক রহমান উড়ে এসে জুড়ে বসেননি। বাংলাদেশের গৌরবময় এক রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম। রাজনীতি তাঁর শিকড়ে প্রোথিত। এটা প্রমাণিত সত্য যে তারেক রহমান মানেই শাসকগোষ্ঠীর আতঙ্ক ও গাত্রদাহের কারণ। মূলত এক–এগারো থেকে বিরাজনীতিকরণের যে অশুভ প্রক্রিয়া শুরু হয়েছে, জিয়া পরিবার ও তারেক রহমান তার প্রধান টার্গেট। সেই ষড়যন্ত্র ও প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করা গেলেই তাদের ষোলোকলা পূর্ণ হয়।
সে জন্য পরিকল্পনা করে তারেক রহমানের চরিত্রহনন করা তাদের প্রধান কাজ। দুর্ভাগ্যজনকভাবে, বুঝে না বুঝে শাসকগোষ্ঠীর সেই ফাঁদে জড়িয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। প্রায়ই তিনি তারেক রহমান সম্পর্কে অসম্মান করে, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন।
যুবদলের দুই নেতা আশা করেন, বাস্তবতা উপলব্ধি করে জাফরুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্য প্রত্যাহার করবেন।
পৃথক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া বলেন, ‘আমরা মনে করি, জাফরুল্লাহ চৌধুরীর এ ধরনের বক্তব্য সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ও দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলার কূটকৌশল। আমরা আশা করি, তিনি তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা অবিলম্বে প্রত্যাহার ও জাতির কাছে ভুল স্বীকার করবেন।’