অক্সিজেন’ব্যর্থতার জন্যই সরকারের পদত্যাগ করা উচিত: এলডিপি
–
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বলেছে, দেড় বছর ধরে সারা দেশে করোনা মহামারি চলছে। করোনায় আক্রান্ত রোগীর প্রধান প্রতিরক্ষা হচ্ছে অক্সিজেন। দেড় বছর পরেও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে না পারাটা সরকারের চরম ব্যর্থতা। আর এই ব্যর্থতার জন্য শুধু স্বাস্থ্যমন্ত্রী নয়, পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন। তাঁরা বলেন, স্বাধীনতার ৫০ বছরে যখন সরকার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে, তখন জেলা সদর হাসপাতালে অক্সিজেন ও হাই ফ্লো নাজাল ক্যানুলা না থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে এলডিপির দুই নেতা বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ৩৬টি জেলায় আইসিইউ বেডের অস্তিত্ব নেই। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর হাসপাতালগুলোর অবস্থা খুব খারাপ। বগুড়ায় ১২ ঘণ্টায় সাতজন রোগী মারা গেছেন অক্সিজেনের অভাবে, একইভাবে মারা গেছেন সাতক্ষীরায়। এর জন্য দায়ী সরকারের অব্যবস্থাপনা।
‘যত টিকা লাগে কেনা হবে’—জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কথা উল্লেখ করে এলডিপির দুই নেতা বলেন, কোথা থেকে টিকা কেনা হবে, কবে নাগাদ কেনা হবে, এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি প্রধানমন্ত্রী। ফলে এটা পরিষ্কার যে টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা দেশবাসী জানে না। সরকারের মন্ত্রী-এমপিরা বলেছিলেন, করোনা সংক্রমিত হবে না, কিন্তু হয়েছে। এরপর বলেছেন, সব চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি। এখন জনগণের কাছে পরিষ্কার যে সরকার তাদের মিথ্যা আশ্বাস দিয়েছে।