অলিম্পিকে মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে রোমান-দিয়ার বাংলাদেশ

টোকিও অলিম্পিকে নিশানা ভেদে মগ্ন রোমান সানা

টোকিও অলিম্পিকে নিশানা ভেদে মগ্ন রোমান সানাছবি: রয়টার্স

টোকিও অলিম্পিকের আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

এই ইভেন্টে বিশ্বের ২৯টি দেশের তিরন্দাজেরা লড়াই করেছেন। এর মধ্যে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে ১৬টি দেশ। বাংলাদেশ সর্বশেষ দল হিসেবে ১৬তম হয়ে খেলবে চূড়ান্ত পর্বে।

মিশ্র ইভেন্টের জন্য অবশ্য আলাদাভাবে কোনো বাছাই প্রতিযোগিতা হয়নি। রিকার্ভের এককে অংশ নেওয়া প্রতিটি দেশের পুরুষ ও নারী তিরন্দাজের সম্মিলিত পয়েন্ট যোগ করেই সে দেশের চূড়ান্ত স্কোর নির্ধারণ করা হয়েছে।

সেই হিসাবে ছেলেদের এককে খেলা রোমান সানা বাছাইপর্বে পেয়েছেন ৬৬২ পয়েন্ট। ৬৪ জনের মধ্যে রোমান হয়েছেন ১৭তম। আর দিয়া সিদ্দিকীর ৬৩৫ পয়েন্ট, ৩৬তম হয়েছেন তিনি। দুজনের মোট সংগ্রহ ১২৯৭, যেটি বাংলাদেশের মিশ্র ইভেন্টের পয়েন্ট।

অলিম্পিকের মিশ্র ইভেন্টে উঠেছেন দিয়া ও রোমান
অলিম্পিকের মিশ্র ইভেন্টে উঠেছেন দিয়া ও রোমান

প্রথম রাউন্ডেই অবশ্য বাংলাদেশকে সামলাতে হবে কঠিন প্রতিপক্ষ। নিয়ম অনুসারে বাছাইপর্বের সর্বশেষ দলটির সঙ্গে প্রথম রাউন্ডে মুখোমুখি হয় শীর্ষ দল। আর বাছাইয়ে ১৩৬৮ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে দক্ষিণ কোরিয়া।

এই দলে আছেন কিম জে দিওক ও আন সান। মেয়েদের রিকার্ভের একক ইভেন্টে ২৫ বছরের পুরোনো অলিম্পিক রেকর্ড ভেঙেছেন সান। সর্বোচ্চ ৬৮০ পয়েন্ট পেয়ে র‌্যাঙ্কিংয়ে সান হয়েছেন প্রথম।

এর আগে ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ইউক্রেনের লিনা হেরাসিমেনকো করেছিলেন ৬৭৩ পয়েন্ট। সেই সানের বিপক্ষে লড়তে হবে রোমান ও দিয়াকে।
কাজটা অবশ্য খুব সহজ হবে না।

দক্ষিণ কোরিয়ার হয়ে অলিম্পিকে কীর্তি গড়া আন সানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে
দক্ষিণ কোরিয়ার হয়ে অলিম্পিকে কীর্তি গড়া আন সানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে

কিন্তু এরপরও দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। গত মে মাসে সুইজারল্যান্ডে সবাইকে অবাক করে দিয়ে রোমান-দিয়া জুটি উঠেছিলেন বিশ্বকাপ আর্চারির ‘স্টেজ টু’র ফাইনালে। সেবার রুপা জিতে বিশ্ব আর্চারিতে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের দুই আর্চার। এবারও হয়তো নতুন কোনো চমকের অপেক্ষায় আছেন এই জুটি।

এককের এলিমিনেশন রাউন্ডে রোমান খেলবেন যুক্তরাজ্যের তিরন্দাজ টম হলের বিপক্ষে। আর দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ বেলারুশের কারিনা দিওমিনসকায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *