আফ্রিকান নেশনস কাপের সেমিতে মিশর-সেনেগাল
আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। ক্যামেরুন ও বুরকিনা ফাসোর পর এবার শেষ চারে জায়গা করে নিলো টুর্নামেন্টের অন্যতম দুই ফেবারিট মিশর ও সেনেগাল।
আর যদি সেমিতে মিশর ও সেনেগাল দুই দলই জিতে তাহলে ফাইনালে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখা হবে লিভারপুলের সতীর্থ মোহাম্মদ সালাহ ও সাদিও মানের।
রবিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সালাহর দ্যুতিতে মরক্কোকে অতিরিক্ত সময়ে গিয়ে ২-১ গোলে হারিয়েছে মিশর। অন্যদিকে, গিনির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সেনেগাল।
আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মিশরের প্রতিপক্ষ স্বাগতিক ক্যামেরুন। পরদিন বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে বুরকিনা ফাসো। আগামী ৬ ফেব্রুয়ারি রবিবার ফাইনাল অনুষ্ঠিত হবে।
সূত্রঃ ইত্তেফাক