নিজের কাঠগড়ায় নিজেকেই দাঁড় করালেন মাহমুদউল্লাহ


শেষ বলে জয়ের জন্য দরকার ৪ রান। টি-টোয়েন্টিতে এমন সমীকরণ মিলিয়ে জয়ের রেকর্ড অনেক আছে। আছে ব্যতিক্রমও। তবে এই ফরম্যাটে অভিজ্ঞ ব্যাটসম্যান থাকলে জয়ের পাল্লাই ভারি হয়।

বাংলাদেশের বেলায় হয়েছে ব্যতিক্রম। অধিনায়ক মাহমুদউল্লাহ পারেননি সে সমীকরণ মেলাতে। রাসেলের বলে চার দূরে থাক ব্যাটই লাগাতে পারেননি তিনি। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে উইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে তিন রানে। যে হারে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। যতটুকু সম্ভাবনা আছে তা চিকন সুতোর উপর, যদি-কিন্তুর মারপ্যাঁচে।

খুব কাছে গিয়েও জয় না পাওয়া ম্যাচে নিজের দোষ নিজেই স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেকে দাঁড় করালেন নিজের কাঠগড়াতেই।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘শেষ বলটা আমি জানতাম যে, রাসেল ব্লক হোলে করবে। কারণ, লেগ সাইডে যেহেতু (সীমানায়) চারটা ফিল্ডার ছিল। আগের দুইটা বলও ভালো ইয়র্কার করেছিল, সেগুলো আমি তুলতে পারিনি।’

‘চিন্তা করছিলাম যে, যদি একটু জায়গা করি বা ও যদি (লেংথ) মিস করে, তাহলে মিড-অফের ওপর দিয়ে মারতে পারি। বা যদি ও মিস করে (লেংথ), তাহলে কাভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়েও (চার) মারতে পারি। এটা আমার দোষ, আমি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি ওই শেষ বলটায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *