ইউরোর খেলাগুলো কখন, কোথায়
আজ ইতালি–তুরস্ক ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ইউরো ২০২০ এর আসর।ছবি: রয়টার্স
এবারই প্রথম নেই কোনো একক আয়োজক দেশ। ইউরো ২০২০ তাই অন্য রকম এক আবেশ ছড়িয়েই এসেছে। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে সমৃদ্ধ মহাদেশ ইউরোপের শ্রেষ্ঠত্ব দখলের এ প্রতিযোগিতা এমনিতেই ভিন্ন আবহের। করোনা মহামারির কারণে গত বছর হওয়ার কথা থাকলেও এটি পিছিয়ে আয়োজিত হচ্ছে এক বছর পর। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ইতালি–তুরস্ক ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ইউরোর আসর। ইউরোপের ১১ শহরে ইউরোর ৫১টি ম্যাচ খেলবে ২৪টি দেশ। ফাইনাল হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। এখানে এক নজরে দেখে নিন ইউরোর খেলাগুলো কখন, কোথায় অনুষ্ঠিত হবে। কোন গ্রুপে কারা লড়বে কার সঙ্গে…