বিয়ের পর তাঁরা একসঙ্গে প্রকাশ্যে এলেন
গতকাল বৃহস্পতিবার গোধূলিবেলায় ধুমধাম করে বিয়ে হলো বলিউডের সবচেয়ে চর্চিত জুটি ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের। এত দিন তাঁরা তাঁদের সম্পর্ককে একান্তই ব্যক্তিগত রেখেছিলেন। বিয়ের পর প্রথম তাঁরা একসঙ্গে প্রকাশ্যে এলেন। ভিকি আর ক্যাটরিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধরা পড়ল তাঁদের বিয়ের কিছু ভালোবাসামাখা মুহূর্ত। বিটাউন তথা সবাই বলিউডের এই নবদম্পতিকে অফুরান ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। জয়পুর থেকে তাঁরা আজ চার্টার্ড বিমানে করে মুম্বাইতে ফিরছেন।
গতকাল রাজস্থানের জয়পুরের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে হলো ভিকি আর ক্যাটের। আজ সকালে মাধোপুর থেকে ডবল ইঞ্জিন হেলিকপ্টারে চেপে জয়পুর বিমানবন্দরে এসে পৌঁছেছেন ভি-ক্যাট।
জানা গেছে, আজ অথবা আগামীকালের মধ্যে ভিকি আর ক্যাট তাঁদের বিয়ের রিসিপশনের পার্টি দেবেন। শোনা গিয়েছিল, বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য রান্থোমবর জঙ্গল সাফারির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এখন শোনা যাচ্ছে, কিছু অতিথি সিক্স সেন্সেস ফোর্টে এখনো আছেন, তাঁরা সাফারিতে যাবেন। আর কিছু অতিথি জয়পুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন।
৭০০ বছরের প্রাচীন দুর্গ সিক্স সেন্সেস গতকাল রাতে যেন নতুন রূপে সেজে উঠেছিল। আলো আর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল পুরো দুর্গ। গত বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে তিন ট্রাক ফুল আনানো হয়েছিল। তাঁদের বিয়ে উপলক্ষে আনানো হয়েছিল নানান রঙের সাড়ে পাঁচ টন ফুল। এর মধ্যে ছিল সাত ধরনের গোলাপ ফুল। বিয়ের নানান অনুষ্ঠান রকমারি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। জানা গেছে, ৮০ জন কারিগর মিলে বিয়ের বিভিন্ন আসর ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন। বিয়ের পর ভিকি আর ক্যাট দুর্গের বাইরে অপেক্ষারত ভক্ত এবং গ্রামবাসীদের মিষ্টি ও কেক পাঠিয়েছেন।