এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেয়া হলো তৈমুরকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে সংগঠনের দপ্তরের দায়িত্বে থাকা আবদুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী ও তৈমুর আলম খন্দকারকে দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য তৈমুর আলম খন্দকারকে সংগঠনের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে তৈমুরকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনিরুল ইসলামকে দায়িত্ব দেয় বিএনপি। ওই ঘটনার ৯ দিন পর ৩ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের পদ থেকে তৈমুরকে প্রত্যাহার করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তৈমুর আলম খন্দকারের মুঠোফোনে কল করলে তিনি ধরেননি।