চাঁদপুরে দুই নৌযানের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু, আটক ৪

চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে মাটিবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই একটি নৌযানের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সিবাড়ী এলাকায় এ দুর্ঘটনায় মৃতরা সবাই ট্রলারের যাত্রী ছিলেন।

মৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদ নগর থানার বহরা গ্রামের মোবাকর হোসেন (৩৫), একই এলাকার মাদবপুর গ্রামের আল আমিন (৩৫), তিতাস থানার ধুলারাসপুর এলাকার চাঁনপুর গ্রামের মো. নাছির উদ্দিন (৩৫), ট্রলারের মাঝি মুরাদনগর থানার রঘুনাথপুরের মো. আউয়াল (৬৫) ও কুমিল্লা তিতাস থানার রঘুনাথপুর গ্রামের মো. নজরুল ইসলাম কালা (৪০)। আটকরা হলেন- ‘ইকবাল হোসেন-১’ নামের বালুবোঝাই বাল্কহেডের শ্রমিক মো. জাবেদ, আবুল বাশার, মো. ইউনুস ও দিদার।

বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রিয়াজ উদ্দিন পাটওয়ারী বলেন, বালুবোঝাই বাল্কহেডটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ‘মৈশাদী এএমএস’ নামের একটি মাটিবোঝাই ট্রলারকে বাল্কহেডটি ধাক্কা দেয়।

“এ সময় মাঝি আউয়ালসহ পাঁচ শ্রমিক নিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিকে মোট ১১ জন শ্রমিক ছিলেন। পরে মাঝিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করেন।”

বাকি চারজনের লাশ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করে বলে জানান তিনি ।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তর এর উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম জানান, ট্রলার ডুবির ঘটনায় একজনের হাসপাতালে মৃত্যু হয় এবং ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। আর ছয়জন পাড়ে উঠতে সক্ষম হয়। ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি।

ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় কিছু যাত্রী ট্রলারের উপরে আর কিছু যাত্রী ভেতরে ছিলেন। হয়তো ভিতরে যারা ছিলেন তারাই আটকা পড়েছেন।”