লতার স্মরণে ভারতে দুই দিনের শোক

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। খবর এনডিটিভি, রয়টার্স ও এএনআইয়ের।

প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারতে দুই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পশ্চিমবঙ্গে আগামীকাল সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতার গাওয়া গান।

ভারতের নাইটিঙ্গেলখ্যাত লতা মঙ্গেশকরকে গত জানুয়ারি মাসে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কোভিড–১৯ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। গত ৮ জানুয়ারি ৯২ বছর বয়সী এই শিল্পীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি বলেন, ‘লতা দিদির গানগুলো ছিল বৈচিত্র্যময়, আবেগপূর্ণ। লতা মঙ্গেশকর কয়েক দশক ধরে ভারতের চলচ্চিত্রজগতের সঙ্গে জড়িয়ে আছেন। শুধু চলচ্চিত্র নয়, তিনি সব সময় ভারতের সমৃদ্ধি চাইতেন। তিনি সব সময় শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছেন।’

লতা মঙ্গেশকরের মৃত্যুর পর কয়েকটি টুইট করেন মোদি। আরেক টুইটে তিনি বলেন, ‘মমতাময়ী লতা মঙ্গেশকর আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর শূন্যতা পূরণ হবে না।’

এ ছাড়া লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।