পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষে নিহত ৯ সৈন্য

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাথে সংঘর্ষে নয় ইরানি সৈন্য নিহত হয়েছে।

সোমবার আইআরজিসির নৌ শাখার প্রধান কমোডোর আলীরেজা তানগসিরির বরাত দিয়ে এই খবর জানায় ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি।

কমোডোর তানগসিরি বলেন, পারস্য উপসাগরে এই সংঘর্ষে আইআরজিসির নয় সৈন্য নিহত হয়। তবে কবে এই সংঘর্ষ হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আইআরজিসি নৌ অধিনায়ক বলেন, ইরানের নিহতদের প্রতিশোধে মার্কিন নৌবাহিনী লক্ষ্য করে আরো নয়টি হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের শহীদদের জনয় আমরা নয়টি হামলা করেছি।’

তবে কবে এই হামলাগুলো করা হয়, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে ইরানের বিবৃতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি।