মুক্ত গণমাধ্যম সূচক ২০২২: শেষ ২০-এ বাংলাদেশ
৩ মার্চ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস৷ এ উপলক্ষে ২০২২ সালের সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷ ১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬২তম৷ চলতি বছর বাংলাদেশের পয়েন্ট হলো ৩৬ দশমিক ৬৩। বিপরীতে, এর আগের বছর বাংলাদেশের পয়েন্ট ছিল ৫০ দশমিক ২৯।
গত বছর যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম। সে হিসাবে এবার এক বছরেই ১০ ধাপ পেছালো বাংলাদেশ৷ এছাড়া ২০২০ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। আর ২০১৯ সালে ছিল ১৫০ তম।
মঙ্গলবার সংস্থাটি ২০২২ সালের গণমাধ্যম সূচকটি প্রকাশ করে। গণমাধ্যমে স্বাধীনতায় সবার শীর্ষে রয়েছে নরওয়ে এবং সবার নিচে অবস্থান করছে উত্তর কোরিয়া।
সূচকে শীর্ষ দশটি দেশের নয়টিই ইউরোপ মহাদেশের৷ গণমাধ্যমের স্বাধীনতায় সবচেয়ে এগিয়ে নরওয়ে৷ তারপর ক্রমান্বয়ে এসেছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া এবং লিশেটনস্টাইনের নাম৷তালিকার তলানিতে ১৮০ নম্বরে উত্তর কোরিয়া৷ এছাড়া শেষ দশে রয়েছে ইরিত্রিয়া, ইরান, তুর্কমেনিস্তান, মিয়ানমার, চীন, ভিয়েতনাম, কিউবা, ইরাক ও সিরিয়া৷