স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে কখনও দলে বিবেচনা না করা বোকামি: বেন স্টোকস
ইংল্যান্ডের ক্রিকেটে এখন বইছে পালাবদলের হাওয়া। এরই মধ্যে টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটের স্থলাভিষিক্ত হয়েছেন বেন স্টোকস। অধিনায়কত্ব পেয়ে দলের বাইরে থাকা দুই অভিজ্ঞ পেসার অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্টোকস মনে করেন, ব্রড-অ্যান্ডারসনদের মত ক্রিকেটারদের কখনও দলে বিবেচনা না করাটা বোকামি। তারা সেরা একাদশের অংশ। দুজন যদি ফিট থাকে তাহলে অবশ্যই ইংলিশদের হয়ে আবারও খেলতে দেখা যাওয়ার বড় সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।
স্টোকস বলেন, একটি টেস্ট ম্যাচ জেতার সেরা উপায় হলো ১১ জন সেরা খেলোয়াড় বাছাই করা। যদি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ফিট থাকে, তাদের দলে নেওয়া হবে, কারণ তারা ইংল্যান্ডের সেরা দুই বোলার। আমার মতে, তাদের কখনও দলে বিবেচনা না করাটা বোকামি। তারা সেরা একাদশের অংশ।