InternationalLatestNewsঅন্যান্যসারাবিশ্ব

ইউক্রেনের পাল্টা হামলা ঠেকাতে সেতু ধ্বংস করছে রুশ বাহিনী

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্ব এলাকায় পাল্টা আক্রমণকে স্থবির করে দিতে সেখানকার সেতুগুলো উড়িয়ে দিতে শুরু করেছে।

শনিবার সর্বশেষ অপারেশনাল আপডেটে ইউক্রেনের জেনারেল স্টাফের পক্ষ থেকে এ দাবি করা হয়। খবর বিবিসির। 

অপারেশনাল আপডেটে বলা হয়- খারকিভের পূর্বে সিরকুনি এবং রুস্কি টিশকি এলাকায় রুশ বাহিনীরা ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপকে ধীর করার জন্য তিনটি সেতু উড়িয়ে দিয়েছে।

তবে জেনারেল স্টাফের পক্ষ থেকে করা এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সিএনএন। 

গত দুই সপ্তাহে ইউক্রেনীয় সৈন্যরা খারকিভের উত্তর এবং পূর্বে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে, যা রাশিয়ানদের জন্য শহরের বিরুদ্ধে আর্টিলারি ব্যবহার করা আরও কঠিন করে তুলেছে। সেইসঙ্গে দোনেৎস্ক এবং লুহানস্কে যুদ্ধরত বাহিনীর জন্য রাশিয়ান সরবরাহ লাইনে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইউক্রেন বাহিনী।