নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে হেফাজত ইসলামের দেয়াল পোস্টারিং ও মিছিল
মাসুম আল কিবরিয়া, ঢাকা থেকে
বিভিন্ন ব্লগ, ম্যাগাজিন, পত্রিকায় ইসলাম ধর্ম, নবী ও আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ নানাবিধ লেখা লেখার প্রতিবাদে চট্রগ্রামে হেফাজতে ইসলামীর কর্মীরা এইসব ব্লগারদের বিরুদ্ধে পোস্টারিং ও বিক্ষোভ মিছিল করেছে। ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারী সম্প্রতি জামিনে বেরিয়ে আসা নাস্তিক ব্লগারদের পূণরায় গ্রেফতারের দাবিতে হাটহাজারীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৩০ অক্টোবর) হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে জুমার নামাজের পর ডাক বাংলো চত্ত্বরে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার সিনিয়র সহ-সভাপতি মুফতি মোহাম্মদ আলির সভাপতিত্বে ও পৌরসভা শাখার দপ্তর সম্পাদক এইচ এম কামরুল কাশেমীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামসহ আরো কয়েকটি ইসলামী সংগঠন বেশ কিছুদিন ধরেই সরকারকে ব্লগার এবং নাস্তিকদের আইনের আওতায় এনে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে চাপ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইসলামী দলগুলোকে বাংলাদেশের সাভারে মিছিল এবং সমাবেশ করে প্রতিবাদ করতে দেখা যায়। তাছাড়া কোনও কোনও এলাকার অলিতে-গলিতে দেয়ালে দেয়ালে নাস্তিকদের পোষ্টার লাগিয়ে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে।
এর আগে রবিবার (২৯ অক্টোবর, ২০২০) আরিফ রব্বানী নামের হেফাজতে ইসলামের একজন সক্রিয় কর্মী ‘এথিস্ট এরা’ নামের একটি ম্যাগাজিনের সকল ব্লগার/ নাস্তিকদের নামে মামলা দায়ের করেন। এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে জানা যায় যে, ‘এথিস্ট এরা’ নামের এই ওয়েবসাইটটি ইসলাম ধর্ম, আল্লাহ-রাসুল ও ধগর্মের নানাবিধ বিষয় অত্যন্ত নোংরাভাবে লিখে তাদের ম্যাগাজিনে প্রকাশ করে।
এ বিষয়ে মামলার বাদি আরিফ রব্বানীর সাথে কথা হলে তিনি আমাদের বলেন য়ামি অনলাইনে এই ম্যাগাজিনের ব্যাপারে জানতে পারি। এরা এতই ইসলাম বিদ্বেষী যে তারা আমাদের প্রাণের প্রিয় নবীকে নিয়ে যা তা ভাষায় লিখেছে। একজন সুস্থ মানুষ এই ভাষায় লেখা পড়লে তাদের কুপিয়ে হত্যা করবে এবং সেটাই সঠিক পন্থা।
মামলার আসামীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েক জন হলেন এথিস্ট এরা’র সম্পাদক এমডি আরমান হোসাইন, ফারজানা ইসলাম, এম ডি উমায়েদ হোসাইন ইমরুল কায়েস, কমল চন্দ্র দাশ, সহ সম্পাদক কাজী ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ সাইফুজ্জামান ও স্টাফ রিপোর্টার উম্মা কুলসুম নারগিস বানু, এমডি জিল্লুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ হোসেন, মহাম্মদ ফাহিদুল আলম, মুহাইমিনুল বিশ্বাস পারভেজ, জোবায়ের হোসেন, বিপ্লব পাল, এম ডি হাসান তৌহিদ, রেদোয়ানুর রহমান, জনি জোসেফ কস্তা, সহ আরো অনেকে।
এদিকে মিছিল এবং সমাবেশে থাকা কয়েকজনের সাথে কথা হলে তারা সাংবাদিকেদের জানান যে, ‘‘নাস্তিকরা ক্রমাগতভাবে আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাঃ কে নানাভাবে ব্লগ ও বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনের মাধ্যমে কুরুচিপূর্ণ আক্রমণ করে লেখা লিখছে। ওদের পেলে আমরা টেনে ছিড়ে ফেলবো। তাদের মাংশ কুকুরকে দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ’
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত মুফতি মোহাম্মদ আলি আরো বলেন, এইসব নাস্তিক কুলাঙ্গারগুলো ইসলামকে ক্রমাগত অবমাননা করছে জানিয়ে বলেন, নাস্তিক সব ব্লগাররা অনলাইনে ইসলামকে অবমাননা করেছে কোরানকে অবমাননা করেছে রাসুলকে নিয়ে বেয়াদবি করেছে উম্মুহাতুল মোমিনিনদের কটুক্তি করেছে তারমত নাস্তিকদের রাতের আঁধারে ছেড়ে দেয়া সরকারের উচিৎ হয়নি, ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ আইন করে ফাঁসিতে ঝুলানো উচিৎ। আক্ষেপ করে হেফাজতের এই নেতা আরো বলেন রাষ্ট্রীয় প্রথমসারির ব্যক্তিকে কটুক্তি করলে যদি সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয় তাহলে কেন ইসলাম নিয়ে, নবী নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবেনা।
তিনি বলেন আরো বলেন, আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মূখ্য উদ্দেশ্যে রাজনীতি নয় আমাদের প্রতিবাদ ও নিন্দা সেসব ব্লগার নাস্তিকদের বিরুদ্ধে। এ সমস্ত ব্লগার নাস্তিকদের জায়গা এ দেশে হবেনা হয়ত তারা জেলে থাকবে না হয় দেশান্তরিত হবে। এদেশে সংখ্যালঘু হিসেবে হিন্দু থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, খ্রীষ্টান থাকতে পারবে কিন্তু নাস্তিক ব্লগার থাকতে পারবে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক আনাছ মাদানী প্রমুখ।
সমাবেশের পরে বিক্ষোভ মিছিলটি হাটহাজারী সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে দেয়া লে পোস্টারিং করে হাটহাজারী ডাক বাংলো চত্ত্বরে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।