জরুরি অবস্থা উপেক্ষা করে শ্রীলংকায় বিক্ষোভ অব্যাহত, গ্রেপ্তার ১২
নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে শ্রীলংকা। সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। শুক্রবারও রাজপথে অন্তর্বাস প্রদর্শন করে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ডেইলি মিরর
জরুরি অবস্থা উপেক্ষা করে একদল বিক্ষোভকারী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সমর্থনে ব্যানার নিয়ে শ্রীলংকার পার্লামেন্টের কাছে বিক্ষোভ শুরু করে। পুলিশ বিক্ষোভকারীদের সামাল দিতে টিয়ার গ্যাস ছুড়ে।
এদিকে শনিবার সকালে কলম্বোতে ইউএনপি নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়ির বাইরে বিক্ষোভ শুরু হয়।
এরপর রনিলের সমর্থকদের একটি দলও ঘটনাস্থলে জড়ো হয়। এরপর রনিল সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে তর্ক শুরু হলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।