রুশ সেনাদের হামলায় জর্জরিত বাখমুত

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ সেনারা বাখমুতে শহরে অত্যাধিক হামলা চালাচ্ছে। দোনবাসের পূর্ব দিকে অবস্থিত এ শহরটি বর্তমানে ইউক্রেনের দখলে আছে। 

আর তাদের হাতে যে কয়েকটি স্থানের দখল আছে বাখমুত এগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এখন এই বাখমুত থেকে ইউক্রেনের সেনাদের হটিয়ে দিতে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।

বাখমুতে হামলার ব্যাপারে ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার বলেছেন, শত্রুরা বাখমুতে হামলা চালাচ্ছে। লড়াই চলছে।

এর আগে শুক্রবার রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা জানায়, ইতিমধ্যে বাখমুত শহরের ভেতর লড়াই শুরু হয়েছে।  

তবে দুই পক্ষের দেওয়া এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

গত মাসে দোনবাসের লুহানেস্ক দখল করে রুশ সেনারা। এরপর তারা তাদের হামলার তীব্রতা কমিয়ে দেয়। ধারণা করা হয় ওই সময়ের পর সেনাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় রাশিয়া। 

তবে গত কয়েক দিন ধরে ফের হামলা চালাচ্ছে রুশ সেনারা। বিশেষ করে মাইকোলাইভে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে তারা।দোনবাসের দোনেৎস্কেও চলছে হামলা।

তাছাড়া ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত খেরসন নিজেদের দখলে রাখতে সেখানে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করছেন রুশ কমান্ডাররা। 

সূত্র: আল জাজিরা