‘পুরো ইউরোপে গ্যাস বন্ধ করে দিতে পারে রাশিয়া’

ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দার লিয়েন বুধবার সতর্কতা দিয়ে বলেছেন, পুরো ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া। 

তিনি বলেছেন, ইউরোপকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে যে জরুরি পরিস্থিতি সৃষ্টি হবে সেটি যেন তারা মোকাবেলা করতে পারেন।

ইউরোপীয়ান কমিশনের প্রধান অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। 

তিনি জানিয়েছেন, জরুরি পরিস্থিতি নিয়ে পরিকল্পনা করছে ইউরোপীয় কমিশন। এ সপ্তাহের মাঝামাঝি তারা এ নিয়ে রিপোর্ট প্রকাশ করবে।

উরসুলা ভন দার লিয়েন আরও বলেন, যদি খারাপ আরও খারাপ হয়। তখন আমাদের প্রস্তুত থাকতে হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন জানিয়েছেন, এখন পর্যন্ত রাশিয়া ইউরোপের ১২টি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে বা সরবরাহের পরিমাণ কমিয়ে দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান