জরিপে ঋষি সুনাককে ছাড়িয়ে গেছেন লিজ ট্রাস
যুক্তরাজ্যের পরবর্তী নেতা নির্বাচনের দেৌড়ে এত দিন ঋষি সুনাক এগিয়ে থাকলেও এবার তাঁকে ছাড়িয়ে গেছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ইন্টারনেটভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা ও তথ্য বিশে্লষণকারী প্রতিষ্ঠান ইউগভ সাম্প্রতিক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টে কনজারভেটিভ নেতাদের ভোটে পাঁচ দফার সব কটিতেই এগিয়ে থেকেছেন ঋষি। সর্বশেষ গত বৃহস্পতিবার যখন ঋষি ও লিজকে বেছে নেওয়া হয়, তখনো এগিয়েই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিক; কিন্তু পরদিনই জরিপ প্রতিষ্ঠান ইউগভ জানায়, কনজারভেটিভ পার্টির সদস্যদের কাছে লিজই বেশি জনপ্রিয়।
গত বুধবার ও বৃহস্পতিবার দলটির ৭৩০ সদস্যের ওপর করা জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ সদস্য লিজকে ভোট দেবেন বলে জানিয়েছেন আর ঋষিকে ভোট দিতে ইচ্ছুক ৩৮ শতাংশ। যাঁরা ভোট দেবেন না বলেছেন অথবা মতামত জানাননি, তাঁদের এ মতামতের অন্তর্ভুক্ত করা হয়নি। সব মিলিয়ে দেখা গেছে, ঋষির চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে আছেন লিজ।
কনজারভেটিভ পার্টির সদস্যরা আগামী ৪ আগস্ট থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত দলের চূড়ান্ত নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন। এর আগে দুই প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তাঁদের মনোভাব তুলে ধরল ইউগভ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া