পুতিন যাচ্ছেন না, নিশ্চিত করল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। 

এ ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, না- রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পুতিন জাপানে যাচ্ছেন না। তাছাড়া রাশিয়ার কোনো প্রতিনিধি জাপানে এ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছে নাকি সেটিও এখনো নিশ্চিত করেনি রাশিয়া। 

যেসকল দেশের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে রাশিয়াও। সোমবার এমন তথ্য নিশ্চিত করেন জাপানের মন্ত্রী পরিষদের ডেপুটি সচিব ইয়োশিকো ইসোজাকি। 

এর আগে শনিবার সানকেই শিম্বুন নামে জাপানের একটি গণমাধ্যম  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, টোকিও আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে অবহিত করবে যে ‘আমরা আশা করছি না যে তারা উপস্থিত হবে’।  অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

তবে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাদের অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। 

গত ৮ জুলাই রাজনৈতিক প্রচারণা চালানোর সময় জাপানের নারা নামক একটি স্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিনজো আবে। 

সূত্র: আল আরাবিয়া