ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
মহান স্বাধীনতার ঘোষক স্বাধীন বাংলাদেশের প্রথম প্রসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০শে মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়।সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় দলীয় নেতা কর্মীসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।লোক সমাগমের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ম মেনে অনুষ্টানটি পরিচালিত হয় ও যথাসময়ে হলরুমটি ছিল পরিপূর্ণ।
শহীদ জিয়ার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশবাসীর সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সহ- সভাপতি আফজাল শিকদার।পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন বিএনপি নেতা মনির খান ।আলোচনায় অংশ নেন, সফিকুল ইসলাম পলাশ,কামাল হোসেন তরুন, মিজানুর রহমান জমশেদ, আব্দুল মোতালেব,আব্দুল মান্নান,আলী আহমেদ হিরা,রেজাউল হায়দার চৌধুরী বাবু,এ্যডভোকেট সামসুন খান লাকী,ইলিয়াছ মিয়া, আলমগীর হোসেন, দেলোয়ার জাহান চৌধুরী,রফিকুল ইসলাম জুয়েল,বদরুল আমল মাসুদ, সৈয়দ নাসিরউদ্দীন জেবুল, মিজানুর রহমান, লিটু হোসেন,মো: আব্দুর রহিম, অধ্যাপক শাহাদত হোসেন শাহীন, মিখাইল খান রাসেল,শওকত হোসেন আনজিন, অপু সাজ্জাত, সাইফুল আনসারি চপল, মাহবুবুর রহমান শাহীন, সাসুজ্জোহা বাবলু,নজরুল ইসলাম চৌধুরী কান্চন।
আরো উপস্হিত ছিলেন সাবেক নেভারহুড কাউন্সিলার সাংবাদিক লস্কর আল মামুন, কামরুল আলম চৌধুরী,এলেন ইলিয়াছ খান, শাহাদাত কবির ভূইয়া শান্ত,হুমাউন কবির পলাশ,আশরাফুল আলম হেলাল,মো: এইচ কবির,আমাজ উদ্দীন চৌধুরী,সিরাজ সালেহিন, মোহাম্মদ,হাবিবুর রহমান,সাহেদ আলম প্রমূখ।
আলোচনায় বক্তারা জিয়াউর রহমান এবং জিয়া পরিবারকে নিয়ে বর্তমান অনৈতিক সরকারের গভীর ষড়যন্ত্রের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন।বিএনপি ক্ষমতায় এলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচার পুন:বিচারের ব্যবস্হা করে এর পিছনে আওয়ামীলীগ প্রধানের হাত ছিল কিনা তা খতিয়ে দেখতে দাবি তুলেন।
সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান, আগামী দিনের রাস্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আর একটি যুদ্ধের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত থাকার আহবান জানান।যে যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ।যার শ্লোগান হবে-“হটাও হাসিনা বাঁচাও দেশ,শহীদ জিয়ার বাংলাদেশ”।সভাপতির বক্তব্যে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ সুসংগঠিত তার প্রমান আপনাদের উপস্হিতি। এমনি ভাবেই প্রবাসে এবং দেশের প্রত্যান্ত অঞ্চলে সুসংগঠিত হচ্ছে।এই সুসংগঠিত দলের নেতৃত্ব দিবেন-শহীদ জিয়ার প্রতিচ্ছবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাস্ট্রনায়ক জনাব তারেক রহমান।২০২১ সালের মধ্যেই এই অবৈধ সরকারের পতন হবে ইনশাআল্লাহ।