হাটহাজারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

হাটহাজারী পৌরসভা এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সুবেদার পুকুরপাড় রশিদ মঞ্জিল সেমিপাকা ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। সে মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাইয়ুম মেম্বারের বাড়ির মৃত ফজল করিমের মেয়ে।

থানা সূত্রে জানা জানা যায়, সংবাদ পেয়ে পুলিশ উপ-পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম ও এস আই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

গত ২৮ জুলাই রশিদ মঞ্জিলে ভাড়া বাসায় উঠেছে স্বামী-স্ত্রী হিসেবে। তবে দুই বছর আগে থেকে সংসার করছে লাকি দম্পত্তি। লাশ উদ্ধারের সময় তার স্বামী পলাতক ছিল বলেও জানা যায়। মাত্র তিন দিন সেখানে বসবাস করার পর এ ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু রহস্যের জন্ম দিয়েছে। গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।