এবার আফগানিস্তানে টিটিপির তিন কমান্ডার নিহত
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যার রেশ কাটতে না কাটতেই দেশটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) তিন সিনিয়ন কমান্ডার নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, নিহতরা হলেন নিষিদ্ধ সংগঠনটির সিনিয়র কমান্ডার ওমর খালিদ খোরাসানি, হাফিজ দৌলত ও কমান্ডার মুফতি হাসান।
নিষিদ্ধ ঘোষিত টিটিপির সূত্র ওমর খালিদ খোরাসানি ও অন্য দুই কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বার্মাল এলাকায় তাদের গাড়ি একটি ল্যান্ডমাইনকে আঘাত করে। এতেই তাদের মৃত্যু হয়।
ওই সূত্রের মতে, তিন টিটিপি কমান্ডার আফগানিস্তানের কুনার প্রদেশে অবস্থান করছিলেন। তারা ‘আলোচনার জন্য’ বার্মাল গিয়েছিলেন।
আদিবাসী অধ্যুষিত মোহমান্দ জেলার বাসিন্দা খোরাসানিকে টিটিপি শীর্ষ স্থানীয় সদস্য হিসেবে বিবেচনা করা হত।
আদিবাসী অধ্যুষিত ওরাকজাই জেলার বাসিন্দা হাফিজ দৌলত সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং খোরাসানির ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন। অন্যদিকে মুফতি হাসান ছিলেন মালাকান্দ বিভাগের বাসিন্দা।