নতুন নিষেধাজ্ঞায় সম্মতি দেবে না হাঙ্গেরি যদি…

ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট আয়োজন করায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান কমিশন। 

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন বুধবার বলেন, নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি তেলের একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়ার বিষয়টিও থাকবে। এতে করে জ্বালানি বিক্রি করে রাশিয়ার যুদ্ধ চালানোর ক্ষমতা কমে আসবে এবং বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল থাকবে।  

তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি বৃহস্পতিবার জানিয়েছে, যদি নতুন নিষেধাজ্ঞায় জ্বালানি সংক্রান্ত কোনো কিছু থাকে তাহলে তারা এটিতে সমর্থন দেবে না। 

ইউরোপিয়ান কমিশন নিষেধাজ্ঞার যে প্রস্তাব দিয়েছে সেটি কার্যকর  করতে হলে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবগুলো দেশের অনুমোদন লাগবে। 

নিষেধাজ্ঞায় সম্মতি না দেওয়ার ব্যাপারে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ গার্গলে গুলইয়াস বলেন, ইউরোপের ঐক্য ধরে রাখার জন্য হাঙ্গেরি অনেক কিছু করেছে। কিন্তু নিষেধাজ্ঞায় যদি জ্বালানি থাকে, তখন আমরা এটি সমর্থন করতে পারব না; করবও না। 

তিনি আরও বলেন, আমরা নিষেধাজ্ঞার বিষয়বস্তুর চূড়ান্ত ও পূর্ণ তালিকার জন্য অপেক্ষা করছি এরপর এটি নিয়ে আমরা আলোচনা করতে পারব। হাঙ্গেরি জ্বালানি নিষেধাজ্ঞাকে সমর্থন জানাতে পারবে না। 

সূত্র: দ্য গার্ডিয়ান