শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক
পাবনার চাটমোহরে বাক প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগে সত্য নারায়ণ সরকার (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আটক সত্য নারায়ণ সরকার উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের টানমোড় গ্রামের সুরেশ সরকার ওরফে বোচা সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় একই গ্রামের বাক প্রতিবন্ধী (১২) এক শিশুকে ময়দানের পুকুরপাড়ে আমগাছের নিচে বলাৎকার করছিলেন সত্য নারায়ণ সরকার। এ সময় এলাকাবাসী তাকে হাতে-নাতে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সত্য নারায়ণ সরকারকে আটক ও শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন জানান, খবর পেয়ে ভিকটিম শিশুকে উদ্ধার ও জড়িত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভিকটিম শিশুর ডাক্তারি পরীক্ষা করানোর পাশাপাশি জবানবন্দি নেওয়া হবে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।