‘নেইমারকে ছাড়াই পিএসজি ভারসাম্যপূর্ণ দল’
ক্রিস্তফ গালতিয়ে অবশ্য মনে করেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থাকলে দল হিসেবে আরও শক্তিশালী হতেন তারা।
শক্তিশালী ‘ত্রিফলা’ আক্রমণের সদস্য নেইমারের মৌসুম শেষ গেছে চোটের থাবায়। পিএসজির জন্য যা নিঃসন্দেহে বড় এক ধাক্কা। ক্রিস্তফ গালতিয়েরও তা মানছেন। তবে তার বিশ্বাস নেইমারের অনুপস্থিতিতে পিএসজি আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।
গোড়ালির চোট সারাতে অস্ত্রোপচারের কারণে মৌসুমের বাকি অংশের জন্য ছিটকে গেছেন নেইমার। চোটের আগে বেশ ভালো ফর্মে ছিলেন এই তারকা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি তাই পিএসজিকে সমস্যায় ফেলতে পারে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি গোলে সরাসরি অবদান রাখেন নেইমার। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে এই তালিকায় তার আগে আছেন কেবল পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে (৩৭টি) ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড (৩৮টি)।
আক্রমণে তাই ৩১ বছর বয়সী এই ফুটবলারের অভাব মিস করারই কথা পিএসজির। গালতিয়ে অবশ্য ভাবছেন ভিন্নভাবে। নেইমারকে না পাওয়ার মধ্যেও তিনি খুঁজে নিতে চান ইতিবাচক দিক।