দপ্তরিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাওনা টানা না পেয়ে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি তোফায়েল আহমদকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত সেই যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় শাহনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহানুর মিয়ার কাছ থেকে দুই বছর আগে এক লাখ টাকা ধার নেন একই গ্রামের মো. শাহজাহান। এতে জামিনদার হন শাহজাহানের চাচাতো ভাই তোফায়েল। পরে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান শাহজাহান। রোববার টাকা আদায় করতে গিয়ে তোফায়েলকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন শাহনুর। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। দপ্তরি তোফায়েলকে মারপিটের একটি ভিডিওক্লিপ ৮ ডিসেম্বর মঙ্গলবার ফেসবুকে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরপর যুবলীগ থেকে শাহানুর মিয়াকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার নির্যাতনের শিকার ওই দপ্তরি বাদী হয়ে অভিযুক্ত শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেন।